ঐতিহাসিক মৌলভীবাজারের নড়িয়া গণহত্যা দিবস আজ

May 8, 2016,

স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালের ২৫ শে বৈশাখ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে ২৬ জন ও বাউর বাগ গ্রামের ২ জন সহ ২৮ জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাকবাহিনী। নির্যাতন করা হয় গ্রামের ৪ জন গৃহবধু ও একজন কিশোরীকে। আর তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদররা লুটপাট করে এদের বাড়িঘরে দেয় আগুন। ৮ মে রোববার সেই ভয়াল স্মৃতি ভুলতে পারেননি নড়িয়াবাসী।

ss
এদিকে কালের আবর্তে স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলেও আজও সেই ভয়ের ছায়া বিরাজমান নড়িয়া বাসীর চোখে মুখে। দারিদ্রতার কষাঘাতে চলছে নি:স্ব হওয়া পরিবারগুলোর জীবন সংগ্রাম।
সরকার নড়িয়ার এই নি:স্ব পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি এই বধ্যভুমিতে একটি স্মৃতি সৌধ নির্মানে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করে নড়িয়াবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com