ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সারা দেশের ন্যায় বই উৎসব অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারী সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এই বিতরনী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান মোঃ নুরুলইসলাম চৌধুরী ও শিক্ষক আবুল হোসন সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,শিক্ষানুরাগী সদস্য খালিছুর রহমান,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,সুমন চৌধুরী,শিক্ষক ফেরদৌসি আক্তার, হেলাল উদ্দিন,মাওলানা জাহির মিয়া, শুভ্রত চন্দ্র বিশ্বাস, শহিদুল ইসলাম,প্রদিপ সরকার, শেফালী বেগম, আব্দুল মালিক, সূর্যমনি বিশ্বাস। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বই বিনা মূল্যে বিতরন করা হয়।
মন্তব্য করুন