কবিতার মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলামকে মানবিক অফিসার হিসেবে তার উপর কবিতা ও প্রবন্ধ উপস্থাপনসহ সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
৮ মে রবিবার রাতে সাগরদিঘি সড়কস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে শ্রীমঙ্গলের গণমাধ্যমকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের লেখক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে মানবিক এই অফিসারকে নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, কবি ও অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, কবি ও সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী, কবি ও সাংবাদিক এস কে দাশ সুমন, কবি সমিরণ দাশ, কবি ও শিক্ষকা অনিতা দেব, কবি ও শিক্ষিকা অঞ্জনা দেবী, কবি সঞ্জিত বিশ^াস, সাহিত্য আলোচক বিকাশ দাশ বাপ্পন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এ সময় এ অফিসারকে নিয়ে স্ব- রচিত সংগীত পরিবেশন করেন সংস্কৃতিজন শ্যামল আচার্য্য। এ ছাড়াও আরো সংগীত পরিবেশন করেন তারেক ইকবাল চৌধুরী ও রোমানা রুমু।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, লালতীর সীডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, অঙ্গীকার এর সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সম্পাদক সাইফুর রহমান, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আশিকুর রহমান এমএ, সংস্কৃতিজন মলয় দত্ত, কানন বৈদ্য ও বিকাশ দেবনাথ।
এর আগে শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে শ্রীমঙ্গলের ৫০টিরও অধিক সংগঠন শুভেচ্ছা স্বারক ও উপহার তুলে দেয় তাঁকে। অনুষ্ঠিত হয় তার সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন