কমলগঞ্জের লাউয়াছড়ায় বিকল ওয়াগন, সাড়ে ৩ ঘন্টা পর রেল যোগাযোগ চালু

September 12, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর বিকল্প ইঞ্জিন এনে সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ট্রেনের একটি খালি ওয়াগন মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে থাকে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাঁও রেল স্টেশনে যাচ্ছিল বলে রেলওয়ে সুত্র জানিয়েছে।

পরে বিকল্প ইঞ্জিন এনে ওয়াগন উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে সিলেটের উদ্দেশে কালনী এক্রপ্রেস ট্রেন ছেড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়াগন আটকে গেলে বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হয়। প্রায় সাড়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com