কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ মূল্য বৃদ্ধি

March 14, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশী বিদেশী পর্যটকদের প্রবেশ মূল্য নতুন করে নির্ধারণ করে বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সূত্রে জানা যায়, আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশে দেশী পর্যটক ছাত্রদের ভ্যাটসহ জনপ্রতি ১০ টাকা করে প্রদান করতে হত। আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ২০ টাকা ছিল। বিদেশী পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি সাড়ে ৩৫০ টাকা। আর ব্যবহৃত মোটরযান পার্কিং খাতে ছিল ২৫ টাকা করে। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব মো: জসিম উদ্দীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেশী পর্যটক (ছাত্র ও অপ্রাপ্তদের ক্ষেত্রে) প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রাপ্ত বয়স্ক পর্যটক (দেশী)-এর প্রবেশ মূল্য করা হয়েছে ৫০ টাকা। আর বিদেশী পর্যটকদের ক্ষেত্রে করা হয়েছে ৫০০ টাকা।
সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান নতুন করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ মূল্য বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তা কার্যকর হয়েছে। সহকারী বন সংরক্ষক আরও বলেন, নতুন প্রবেশ মূল্যের কারণে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ন্ত্রিতভাবে পর্যটকদের আগমন ঘটবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com