কমলগঞ্জে অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট শুরু

August 20, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র উদ্যোগে শমশেরনগর ফুটবল একাডেমির আয়োজনে শুরু হয়েছে একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট।

শনিবার ১৯ আগস্ট বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে টেকনিক্যাল কমিটির নির্বাহী সদস্য মো. মুহিদুর রহমান, কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুওয়ান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) সাজ্জাদুর রহমান, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো, জুয়েল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী খেলার দুটি দল শমশেরনগর ফুটবল একাডেমি ও মৌলভীবাজার ফুটবল কল্যান সমিতির খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে মাঝ মাঠে পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

বাফুফের রেজিষ্ট্রেনকৃত মৌলভীবাজার জেলার ৮ টি দলের অংশ গ্রহণে দুই গ্রুপে প্রথমে লীগ ভিত্তিতে ও পরে নকআউট পদ্ধতিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে শমশেরনগর চা বাগান মাঠে। এ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকায় খেলার সুযোগ পাবে বলে জানা যায়।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, নতুন খেলোয়াড় তৈরিতে এ পদ্ধতি কাজে আসবে বলে পরপর আরও কয়েক বছর এভাবে বয়স ভিত্তিক টূর্ণামেন্ট আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com