কমলগঞ্জে অ্যাডভোকেসি লবিং এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ

September 27, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশ গ্রহনে দুই দিনব্যাপী অ্যাডভোকেসী লবিং এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কারিতাস  সক্ষমতা প্রকল্প সিলেট অঞ্চলের আয়োজনে ২৬ সেপ্টেম্বর সোমবার বেলা দুইটায় মদনমোহনপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার সকাল নয়টায় এ প্রশিক্ষণ শুরু হয়েছিল।
প্রশিক্ষণে চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, কর্তব্য, জোট গঠনও নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসীর উপায় বের করা, আদিবাসীদের অধিকার আদায়ে অ্যাডভোকেসীর ক্ষেত্র তৈরী করা, মিডিয়া অ্যাডভোকেসী ও অধিকার আদায়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দুই দিনের প্রশিক্ষণে এসব বিষয়ের উপর আলোচনা করেন কারিতাস সক্ষমতা কর্মকর্তা দিলিপ কুমার দাস, কর্মসূচি কর্মকর্তা মি: বনিফাস খংলা। সমাপনী দিনে সোমবার মিডিয়া অ্যাডভোকেসী ও অধিকার আদায়ে মিডিয়ার ভূমিকার উপর বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান। প্রশিক্ষণে মদনমোহনপুর চা বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য ছাড়াও মনিপুরী ও খাসিয়া সম্প্রদােেয়র নারী পুরুষ মিলে মোট ২৫ জন অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com