কমলগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

October 13, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) আয়োজিত বুধবার ১৩ অক্টোবর বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সভার শুরুতে দুর্যোগ প্রশমন দিবসের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ, ফজলুল হক বাদশাহ, আব্দুল হান্নান, সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com