কমলগঞ্জে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান

October 30, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ৩৯ জন শিক্ষার্থীকে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী মেধাবৃত্তি-২০১৫ এর সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার ২৯অক্টোবর বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। ট্রাষ্টের উপদেষ্টা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব আব্দুন নুর মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ. কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শিক্ষক ও কবি নিখিল কান্তি গোস্বামী, বৃত্তিপ্রাপ্ত ৮ম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আব্দুন নুর-নুরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণীর ৩৯ শিক্ষার্থীকে সর্বমোট ২৫ হাজার টাকা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক সমাজ কল্যাণ তথা কমলগঞ্জের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com