কমলগঞ্জে কাপড়ের দোকানে চুরি

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে মসজিদ টার্নিং পয়েন্টে সার্টারের তালা ভেঙ্গে একটি কাপড়ের দোকান চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র দোকানের নগদ ৩৫ হাজার টাকাসহ ৪ লাখ টাকার দামি কাপড় চুরি করে নেয়। শনিবার ৯ মে দিবাগত রাতে চৌধুরী ক্লথ স্টোরে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, দোকান মালিকের ছেলে আতিফ চৌধুরী শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রোববার সকাল ১০ টায় এসে দোকানের দুটি সার্টারের তালা ভাঙ্গা দেখতে পান। সার্টার তুলে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন কয়েকটি তাড়িয়া (রেক) থেকে মূল্যবান শাড়ি, ত্রি-পিছ ও দামী লুঙ্গী চুরি হয়েছে। চুরি হওয়া কাপড়ের মুল্য চার লক্ষাধিক টাকা হবে। তাছাড়া ক্যাশে থাকা নগদ ৩৫ হাজার টাকা চুরি হয়। এ দোকানের ৪ লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক আলেখ চৌধুরী দাবি করেন।
খবর পেয়ে রোববার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ পরিদর্শক এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন