কমলগঞ্জে গবাদি পশু পালন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

June 25, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতিতে গবাদিপশু পালন উন্নয়ন ট্রেডে দক্ষ উন্নয়নকর্মী সৃজনের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শনিবার সমাপ্ত হয়েছে। কমলগঞ্জ একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে বিআরডিবি হলরুমে গত বৃহষ্পতিবার প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
২৫ জুন শনিবার বেলা ২টায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জোবায়েদা মরিয়ম, ফিল্ড সুপারভাইজার শাহ আরিফ কবির কামাল, হিসাব সহকারী কিরণ সূত্রধর, মাঠ সহকারীবৃন্দ। প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতির সদস্য ও মাঠ সহকারীসহ মোট ৬১ জন অংশগ্রহণ করেন।
এর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে প্রকল্প ব্যবস্থাপনা ও আয়বর্ধক কর্মকান্ড সৃজন শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত বুধবার সমাপ্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com