কমলগঞ্জে গাড়ি চাপায় ফুলবাড়ি চা বাগানের জন্মান্ধ এক বৃদ্ধার মৃত্যু

February 2, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাড়ি চাাপায় ফুলবাড়ি চা বাগানের জন্মান্ধ বৃদ্ধা টেপনি (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। ঘাটনার পর যানবাহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও রাস্তায় পড়ে থাকে বৃদ্ধার লাশ।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগানের প্রবেশ পথ এলাকায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আত্তর মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত টেপনি (৭০) জন্ম থেকেই অন্ধ। বেশীর ভাগ সময় সে ফুরবাড়ি চা বাগান এলাকায় অবস্থান করলেও অন্ধ হিসাবে ভিক্ষের জন্য চা বাগানের বাইরেও বের হয়। এমনিভাবে শনিবার বেলা ১টায় ফুলবাড়ি চা বাগান থেকে বের হয়ে সড়কে উঠতে গেলে একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। কেউ ঘাতক যানবাহন সনাক্তও করতে পারেনি। ঘটনার পর পরই পিছন থেকে আসা মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম ঘটনাস্থলে এসে গাড়ি চাপায় জন্মান্ধ বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে এ বৃদ্ধার শেষ কৃত্য সম্পন্ন করতে নির্দেশনা দিয়ে সহায়তা হিসাবে তাৎক্ষনিক নগদ দুই হাজার টাকাও প্রদান করেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জন্মান্ধ বৃদ্ধার কোন স্বজন নেই। ফুলবাড়ি চা বাগান সূত্রে জানা গেছে সে বিয়েও করেনি। তাই জেলা প্রশাসকের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ফুলবাড়ি চা বাগানে শেষ কৃত্যের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com