কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে একে বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ মে দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশের কার্যালয়ে সম্মুখের মাঠে বিজ্ঞান মেলা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।
একে বাংলা স্কুলের শিক্ষক মাহিমা আক্তার মুক্তার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান, প্রোগ্রাম অফিসার সমীরন বিশ্বাস, সিডিপি সদস্য শাপলা বেগম, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান প্রমুখ।
বিজ্ঞান মেলায় গুড নেইবারস বাংলাদেশের একে বাংলা স্কুলের ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন, অগ্নিনির্বাক যন্ত্র, রাস্তার কাজে ব্যবহৃত মেশিন, ধান মাড়াই, স্পিট বোর্ড, এসি, ফ্রিজ, আদর্শ বিদ্যালয়, আদর্শ গ্রামসহ নানা ধরনের প্রযুক্তি ডিসপ্লে উপস্থাপন করা হয়।
বিজ্ঞান মেলায় মোট ৮টি ষ্টল বসে। উপস্থিত অতিথিরা বিচার করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার এবং সকল ষ্টলকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
গরীব মেধাবীদের মধ্যে ‘অন্বেষা’ শিক্ষা বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত
মন্তব্য করুন