কমলগঞ্জে চা-শ্রমিক ও নৃ-জনগোষ্ঠীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

May 13, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ হতে মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৪-২০১৫ অর্থ বছরের দুঃস্থ ও কর্মহীন চা শ্রমিক এবং নৃ-গোষ্ঠীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার ১৩ মে দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   দুঃস্থ ও কর্মহীন চা শ্রমিক এবং নৃ-গোষ্ঠী ৭৭ জনকে পাঁচ হাজার টাকা করে মোট তিন লক্ষ পঁচাশি হাজার টাকা বিতরণ করেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ বদরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com