কমলগঞ্জে জুম আইটি ইন্সটিটিউটের উদ্বোধন

June 15, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্বলিত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান জুম আইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুন বেলা ১টায় আদমপুর বাজার সংলগ্ন তেতইগাঁও এলাকায় নিজস্ব ক্যাম্পাসে এ ইন্সটিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ।

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, ইন্সটিটিউটের সহকারী পরিচালক রাজাবাবু সিংহ, সাংবাদিক আর.কে সোমেন, আকাশ আহমদ, প্রশিক্ষক নয়ন গঞ্জু, সাথী ঘোষ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে মাথায় রেখে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে জুম আইটি ইনস্টিটিউট এর যাত্রা শুরু।

এ আইটি ইনস্টিটিউট এর প্রধান উদ্দেশ্য হল আইটিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সবথেকে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া। কেননা তথ্য প্রযুক্তির এই যুগে আইটি দক্ষতাকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। প্রযুক্তির অপব্যবহার না করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।’

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীত জানান, আগামী ১৭ জুন শনিবার কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। ৩-৬ মাসব্যাপী চলমান ব্যাচে ৩৫% ছাড়ে ভর্তি চলছে।

এখানে প্রশিক্ষণার্থীরা লাইফটাইম বেকআপ সাপোর্ট, ১ বছরের ফ্রি পারসোনাল কম্পিউটার সার্ভিসিং, কোর্স সম্পন্ন করার ৩ মাসের মধ্যে চাকুরী কনফার্ম হলে নিশ্চিত ফুল কোর্স ফি রিটার্ন এবং ২ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন সেবা পাবে।

তিনি আরও বলেন, মানসম্মত দক্ষশিক্ষার ব্যাপারে জুম আইটি ইনস্টিটিউট কখনো আপোষ করবে না। ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ডিজিটাল বিশ্বের সাথে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের পাশে সবসময় থাকবে জুম আইটি ইনস্টিটিউট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com