কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

November 6, 2022,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ৬ নভেম্বর সকাল ৮টায় স্টেশনের উত্তর পার্শ্বে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শমশেরনগরে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে প্রবেশের পূর্বেই রেললাইনে মধ্য বয়স্ক এক ব্যক্তি কাটা পড়ে মারা যায়। তবে ট্রেনে কাটা ব্যক্তির লাশ খন্ড বিখন্ড হওয়ায় তার পরিচয় জানা যায়নি।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কালনী ট্রেনের নিচে লোকটি কাটা পড়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com