কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ  বিতরণ

December 27, 2023,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার  শ্রীনাথপুরে (ছলিমগঞ্জ) তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার ২৫ ডিসেম্বর দুপুরে দোয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ শরিফুর রহমান, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক  সেলিম আহমদ চৌধুরী এবং বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের আইসিটির শিক্ষক কে এম সাহাব উদ্দিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক নার্গিস আক্তার, প্রধান শিক্ষক কায়রুল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, আইডিয়া কো-অর্ডিনেটর শৈলেন্দ্র দেবনাথ, মাওলানা আব্দুল বাসিত ছলিম বাড়ির সিদ্দিকুর রহমান চৌধুরী, নুরুল চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, জিয়াউদ্দিন চৌধুরী পলাশ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ, দোয়া এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া প্রতিষ্ঠাতা পরিবারের চলমান সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয় পরিচালনার ধারাবাহিকতার প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার, কলম এবং অভিভাবকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com