কমলগঞ্জে নকশীকাঁথা সম্মাননা স্মারকে ভূষিত হলেন লেখক-গবেষক আহমদ সিরাজ

April 17, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ পহেলা বৈশাখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর উত্তরভাগ নকশীকাঁথার মাঠে অনুষ্ঠিত নকশীকাঁথার বৈশাখী উৎসবে পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজকে নকশীকাঁথা সম্মাননা স্মানক প্রদান করে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নকশীকাথাঁ। এদিন সারাদিনব্যাপী লোকজ নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সমাজে বিভিন্ন অবদানের জন্য সাতজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস-চেয়ারম্যান সিদ্দেক আলী, সদ্য বিদায়ী ইউএনও সফিকুল ইসলাম, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, কমলগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া, নকশীকাথার সভাপতি সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ ছাড়াও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com