কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

November 1, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারীদের অন্তর্ভূক্ত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা ইউপি সদস্য মনিকা রায়, রেহেনা বেগম, সন্ধ্যা রানী পাল, সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার, জলি বেগম, শেলী বেগম প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com