কমলগঞ্জে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পথচারী আহত

June 10, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনী এলাকায় শনিবার ১০ জুন বিকাল সাড়ে ৫টায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পথচারী (৩০) গুরুতর আহত  হয়েছেন।

বিক্ষুদ্ধ জনতা বাস আটকে দিলে অবস্থা বেগতিক দেখে বাস চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত পথচারীকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ কর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগর বাজার চৌমুহনা এলাকায় রাস্তার উপরে ফলের দোকান বসার কারণে সৃষ্ট যানজটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীর ডান পা ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা আটক করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com