কমলগঞ্জে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড গবেষণা কার্যক্রম ও ইনফরমেটিকস বিভাগের আঞ্চলিক অফিস উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবলিক হেলথ অ্যান্ড গবেষণা কার্যক্রম ও ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৬ সেপ্টেম্বর দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপনে গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘অ্যালবোপিকটাস ধরনের এডিস মশার কারণে গ্রাম-গঞ্জে ছড়াচ্ছে ডেঙ্গু। চলতি মাসের পর ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
তিনি বলেন, এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রোগ নির্ণয়ের পাশাপাশি এটা নিয়ে গবেষণা করা হবে। ইতিপূর্বে এখানে ২৫ হাজার মানুষের ডাটাবেজ তৈরি করা হয়েছে।
এই আঞ্চলিক অফিস ২০২১ সাল থেকে কার্যক্রম শুরু করেছে। শুরু থেকে এখানে মোট ১২ জন স্টাফ মাঠ পর্যায়ে ঘুরে বিভিন্ন ধরনের পারিবারিক তথ্য সংগ্রহ করছেন।’
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ, ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ এন্ড স্যোশাল মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাঃ আতিকুল হক, জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন মুর্শেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সোহেল রেজা চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইকোকার্ডিওগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তুহিন হক, জাতীয় উচ্চ রক্তচাপ প্রতিরোধ প্রকল্পের পরিচালক ডাঃ মাহফুজুর রহমান ভূঁঞা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব বিলকিস আক্তার, এরিয়া কো-অর্ডিনেটর সবুজ আহমেদ।
ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি একজন চক্ষু রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ মতবিনিময় করেন।
মন্তব্য করুন