কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

December 28, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা পরিষদ প্রঙ্গানে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার নাহার পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬টি স্টল তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। বুধবার দুপুরে পুরষ্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com