কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

September 28, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

আলেঅচনায় অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর সভাপতি শাব্বির এলাহী, পিপলস ফোরামের সম্পাদক সামছুল ইসলাম. কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ সম্পাদক শিক্ষক মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লাউয়াছড়া মূল প্রবেশ পথে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ট্যুরজ্যম কমলগঞ্জ, কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ, আরণ্য নিবাস ইকো রিসোর্টসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com