কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো, সাংবাদিক মোনায়েম খাঁন, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম কাইয়ুম, টিলাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইজুল হক রাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন