কমলগঞ্জে মণিপুরি ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত

March 16, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ১৬ মার্চ মণিপুরি (বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ সুদেষ্ণা দিবস। সুদেষ্ণা সিংহ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী ভাষা শহীদ। দিবসটি পালন উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, রাজধানী ঢাকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মণিপুরিরা বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ মার্চ বিকেল ৩ টায় ভাষা শহীদ সুদেষ্ণা স্মরণে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক রাজকান্ত সিংহের সভাপতিত্বে ও একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিংহ,, সমাজ কর্মী মণি মোহন সিংহ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ। অনুষ্ঠানের প্রথমেই ভাষা শহীদ সুদেষ্ণার স্মরণে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com