কমলগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষকদের সাথে মতবিনিময়

August 14, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রধান কার্যালয়ের (মনিটরিং পরিকল্পনা ও বাস্তবায়ন) সহকারি প্রকল্প পরিচালক কিশোর কুমার মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল লতিফ, সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।
সভায় কিশোর কুমার মন্ডল নানা বিষয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রে শিশুদেরকে কিভাবে কেন্দ্রে নিয়মিত উপস্থিত হয়, সে বিষয়ে কলাকৌশল প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com