কমলগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

March 9, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শুক্রবার ১০ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছে। আজ বিকাল ৩ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কমলগঞ্জ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা।
কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার জানান, কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের বহুল প্রতিক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপনের পরপরই কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা।
এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরন চন্দ্র দেবনাথ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com