কমলগঞ্জে সমবায় অধিদপ্তর কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

December 7, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলায় জেলা সমবায় অধিদপ্তর ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে ৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার জিতেন্দ্র সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্সে কমলগঞ্জ উপজেলার ৫টি সমবায় সমিতির ৫জন করে মোট ২৫জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার আবু জাফর সামসুদ্দিন, উপজেলা কৃষি অফিসার সামছুদ্দীন আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই, প্রশিক্ষক জবা রানী নাথ। তাছাড়া ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সে শুকতারা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ ওয়াহিদ রুলু সমবায় সমিতির বিভিন্ন সফলতার কথা বর্ণনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com