কমলগঞ্জে সোনালী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

February 8, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় সোনালী ব্যাংক কমলগঞ্জ  শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম মাসুমের সভাপতিত্বে ও ব্যাংকার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আদমপুর বাজার আউটলেট এর উদ্বোধন করেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দুলন কান্তি চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, সাবেক ব্যাংকার প্রহল্লাদ সিংহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা। গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। এটি প্রায় ৩৬টি সরকারি সেবামূলক কাজ দেশ ও জাতির সেবায় কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com