কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তৈমুর গ্রেফতার

June 11, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সারাদেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, দেশব্যাপী যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের বাড়ী থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরকে গ্রেফতার করা হয়। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা তৈমুরের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ছাত্রদল নেতা তৈমুরকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত তৈমুর ভানুগাছ বাজারের মৃত মকবুল আলীর ছেলে এবং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি ও কমলগঞ্জহ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতের ছোট ভাই। তৈমুর ভানুগাছ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com