কমলগঞ্জ উপজেলা পরিচিতি গ্রন্থের লেখকদের মতবিনিময়

April 28, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা পরিচিতি গ্রন্থের লেখকদের এক মতবিনিময় সভা ২৭ এপ্রিল বুধবার দুপুরে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা পরিচিতি গ্রন্থের সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্তের সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান মানিক এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, অধ্যক্ষ কোরেশ খান, গবেষক মাহফুজুর রহমান, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, লেখিকা মাহবুবা সামসুদ, কবি শেখর গোস্বামী, শিক্ষাবিদ নিহারেন্দু ভট্রাচার্য্য, অধ্যাপক ড. রনজিত সিংহ, কবি সাইয়্যিদ ফখরুল, সানোয়ার হোসেন, মৃনাল কান্তি দাশ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, শাহীন আহমদ, নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। আলোচকরা কমলগঞ্জ উপজেলা পরিচিতি গ্রন্থের উপর আলোচনা করে বলেন, এটি উপজেলাবাসীর জন্য একটি তথ্যভান্ডার হিসাবে স্বীকৃতি লাভ করবে। আগামীতে সংশোধনী, সংযোজনীসহ দ্বিতীয় সংস্করণ প্রকাশের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com