কমলগঞ্জ থেকে সিলেট ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
প্রণীত রঞ্জন দেবনাথ॥ বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে সিলেট আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স পর্যন্ত ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন সম্পন্ন হয়েছে।
শনিবার রাত ১২.০১ মিনিটে শমশসেরনগর বিএএফ শাহীন কলেজ চত্বর থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ম্যারাথনে ১৫ দৌড়বিদ অংশগ্রহণ করেন। টিম শমশেরনগর (বিডি)এর আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় এই ম্যারাথন সমাপ্ত হয়।
আলাপকালে ম্যারাথনে অংশগ্রহণকারী টিম শমশেরনগর (বিডি) এর পরিচালক আব্দুল বাছিত ও সহকারী পরিচালক হাসান সুলেমান জানান, বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে আমরা শনিবার রাত ১২.০১ মিনিটের সময় আমাদের যাত্রা শমশেরনগর থেকে পুণ্যভূমি সিলেট এর উদ্দেশ্যে শুরু হয়। সকাল ১০টায় সফলভাবে আমাদের আল্ট্রা অভিযান সম্পন্ন হয়েছে
মন্তব্য করুন