কমলগঞ্জ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন

January 1, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার ১ জানুয়ারি সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য্য ও জয়কুমার হাজরা প্রমুখ। এসময় অন্যান্যের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলমান আলীসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় একযোগে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com