কমলগঞ্জ র্যাব হাতে ৬ কেজি গাঁজা সহ আটক -১
December 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ সোমবারর্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা কমলগঞ্জ পৌরসভা ভানুগাছ চৌমুহনী মেসাস তাজ ভেরাইটিজ স্টোর দোকানের সামনে হতে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন মৃত ইয়াকুব মিয়ার ছেলে আব্দুল রহিম ভুট্রো মিয়া (৪১) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে র্যাব। ২৭ ডিসেম্বর সোমবার র্যাব সুত্রে জানা যাযআব্দুল রহিম ভুট্রো মিয়া সে দির্ঘ দিন ধরে ভিবিন্ন জায়গায় গাজাঁ বিক্রয় করে আসছে গোপন সংবাদবিক্তিতে পলিথিন বেগে করে ৬ কেজি গাঁজা পাচার কালে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা সত্যতা নিশ্চিত করে বলে এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন