কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ পরিদর্শনে ‘মহাপরিচালক বাংলাদেশ বেতার’

February 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (সম্প্রচার), তথ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ বেতার এর মহাপরিচালক, শাহাজাদী আঞ্জুমান আরা, বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী পরিদর্শন করেন কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ, এফ এম ৯৯.২ মৌলভীবাজার। এ সময় তিনি বলেন, কমিউনিটির মানুষের কাছে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য তুলে দেওয়ার জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো কমিউনিটি রেডিও। আমি মনে করি কমিউনিটি রেডিও হিসেবে রেডিও পল্লীকণ্ঠ যথাযথ ভাবে সে দায়িত্ব পালন করছে। এখানে কাজ করছে একঝাঁক তরুন মুখ, বিশেষত নারী কর্মীদের অবস্থান এ প্রতিষ্ঠানের একটি শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ১৭ টি কমিউনিটি রেডিও তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি রেডিও পল্লীকণ্ঠের প্রযাজক ও উপস্থাপক এফ কে নরওয়ে ফেলো নাইমা ইয়াছমিনকে ব্যাংককে ‘এফ কে নরওয়ে ট্রেনিং পার্ট-১’ এ অংশ গ্রহন এবং কমিউনিটি লানিং প্রোগাম এর এক্সপার্ট হিসেবে ৬ মাসের জন্য নেপালে গমন এবং নেপালের বিভিন্ন কমিউনিটি রেডিওতে কাজ করার কথা শুনে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন) বাংলাদেশ বেতার, মো. হামিদুর রহমান, উপ-পরিচালক, বাংলাদেশ বেতার, শাহাজাদী হোসনে আরা, সহযোগী অধ্যাপক, শিক্ষা অধিদপ্তর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান, প্রোগ্রাম প্রযোজক আল-আমীন সহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজক ও উপস্থাপক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com