কমিউনিস্ট পার্টি জেলা কমিটির একাদশ সম্মেলন অনুষ্ঠিত

January 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো-এই স্লোগান নিয়ে অনুষ্ঠিক হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির একাদশ জেলা সম্মেলন। রবিবার ২৩ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।
পরে পৌর জনমিলন কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড আবিদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জহর লাল দত্ত।
বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সংগঠনের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, রাজনগর উপজেলা কমিটির সভাপতি নিতাই মিত্র, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন আল মাহমুদ রুহি, সিপিবি নেত্রী জলি পাল, যুব নেতা, আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ফাহিম প্রমুখ।
সম্মেলন দ্বিতীয় অধিবেশনে মৌলভীবাজার জেলায় কমিউনিস্ট আন্দোলনে অবদান রাখার জন্য পাঁচ প্রবীন রাজনীতিবিদকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন কমরেড আব্দুল মালিক, কমরেড আব্দুল খালিক জিলা, কমরেড ধনঞ্জয় দে, কমরেড নাজির মিয়া ও কমরেড আব্দুর রাজ্জাক।
২৪ জানুয়ারি সোমবার কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com