করোনাভাইরাস মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পলী রানী দেবনাথ॥ মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের আয়োজনে এবং ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি)-এর সহযোগিতায় কোভিড-১৯ মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৩ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার জেলার এনজিও সেলের দায়িত্বরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এনজিওগুলো সবসময়ই সবক্ষেত্রে সরকারের পাশে সহযোগীর ভূমিকায় থাকে বলেই দেশের প্রান্তিকজনেরা প্রকৃত সেবা পায়। করোনা মহামারীর সময়েও জিও-এনজিও সকলেই আমরা অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করেছিলাম। আমাদের হয়তো এনজিওকর্মীদের মত চাকুরি হারানোর শঙ্কা ছিলনা, কিন্তু জীবন হারানোর শঙ্কা ছিল সবারই সমান। আমি দেখেছি করোনা মহামারীর কঠিণতম দিনগুলোতে এনজিওগুলো অনেক ভাল কাজ করেছে। জাতির যেকোনো দুর্যোগে এরকম কাজের ধারা অব্যাহত থাকুক, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এসময় তিনি আরো বলেন, তখন আমরা এনজিওদের ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধ করতে বলিনি; বলেছিলাম কর্মহীন দরিদ্র মানুষদের কাছ থেকে জোরপূর্বক কিস্তির টাকা আদায় না করতে। ব্র্যাকের পার্টনারশিপ স্ট্রেনদেনিং ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মন্ডলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মশালায় করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে জেলায় কর্মরত এনজিওদের যাবতীয় উদ্যোগের বিষয়ে সামষ্টিক কর্মপন্থা উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা ব্র্যাক সমন্বয়ক ইলিমেন্ট হাজং।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা করোনাভাইরাস মহামারী সময়ে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম (পিপিএম), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসীম উদ্দিন প্রমূখ।
মন্তব্য করুন