করোনার কাছে হেরে গেলেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ

July 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের আরিফুল ইসলাম রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার ১৬ জুলাই সকালে আরিফুল ইসলাম রিয়াদ (৩৮) এর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রিয়াদ কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে কুলাউড়ায় করোনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ১৫দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, মনোহরপুর গ্রামের আরিফুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১২ জুলাই সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। পরে তাকে সিলেট রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা দুপুর আড়াইটায় তার লাশ দাফন করেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কুলাউড়ার হারিছ খাঁন ও লৈয়ারহাই গ্রামের হেনা বেগম এর মৃত্যু হয়। ৪ জুলাই কাদিপুর ইউপি’র হোসেনপুর গ্রামের সুমন আহমদ লেবু ও ৫ জুলাই পৌরসভা এলাকার নতুনপাড়ার মাওলানা মো. ইউছুফ আলী ও নাছনী গ্রামের সালেহা বেগম, আর ৯ জুলাই আলমপুর গ্রামের হাজী শামছুল ইসলাম ইরা ও হাজীপুরের রনচাপ গ্রামের আব্দুর রহমানসহ মোট ৮ জন করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com