করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে মাস্ক ব্যবহার নিশ্চিতে পৌরসভার ক্যাম্পেইন

June 12, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার পৌর এলাকায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রন ও প্রতিরোধে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম ও মাস্ক বিতরণ করেছে মৌলভীবাজার পৌরসভা ও ব্যবসায়ীরা।

শনিবার ১২ জুন দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এবং শমসেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এই ক্যাম্পেইন করা হয়। সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, পরিবহন শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব, শমসেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়জুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম সহ ব্যবসায়ী প্রতিনিধিগন।

এসময় পৌর মেয়র ফজলুর রহমান জানান, জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজারে করোনার সংক্রমণ নিয়ন্ত্রন ও প্রতিরোধে শহরের হাট-বাজার,ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে।

ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে পৌরসভার সকল সড়কের ব্যবসায়ীদের উৎসাহীত করতে ১৭ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে পৌরবাসীর সহযোগীতা চান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com