করোনার সচেতনতা বৃদ্ধিতে বড়লেখায় খাসি স্বেচ্ছাসেবী টিম গঠন ও উপকরণ বিতরণ

August 4, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় করেনাভাইরাসের বিস্তার রোধকল্পে জনসচেতনতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর উদ্যোগে ৩ আগষ্ট মঙ্গলবার খাসি স্বেচ্ছাসেবী টিম গঠিত হয়েছে। এসময় টিম সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে।
উপজেলার ১৮টি খাসি পুঞ্জিতে মহামারী করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে গঠিত টিম কাজ করবে। করোনা কালীন সময়ে মানুষকে সচেতন করা, করোনার ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান, ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করবে এ সংগঠনের কর্মীরা।
বড়লেখা উপজেলার খাসি পুঞ্জিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর দিক নির্দেশনায় গত রোববার বিকেলে ইউএনও অফিসে সংগঠনের কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাসিয়া পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার উৎসাহ দেওয়ার জন্য ইউএনও কর্মীদের প্রতি পরামর্শ দেন।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, জসিন্ডা সুমের, সিতেশ খংলাঃ, ফেসতি লাপাসাম, সদস্য প্রবীণসন সুছিয়াং, ওয়ানলি আমসে, দোলন মানকিন, লিমা মানকিন প্রমূখ।
অনুষ্ঠানে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, বড়লেখায় ১৮টি খাসি পুঞ্জি রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং কিছুক্ষেত্রে সরকারি বিধিনিষেধ অমান্য করার তথ্য পাই। সে প্রেক্ষিতে খাসি পুঞ্জির কিছু শিক্ষিত যুব সমাজের সাথে যোগাযোগ করি। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে পুঞ্জিতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্ভুদ্ধ করা ও ভ্যাকসিন নিবন্ধনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করি। উপজেলা প্রশাসন উপহারস্বরূপ এ স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে। যাতে আগামীতে পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধিতে তারা উৎসাহি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com