করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ

August 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক,মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
৩ আগষ্ট মঙ্গলবার ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং নগদ ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। মৌলভীবাজার জেলার করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com