কলার ছড়ির ভিতর থেকে রেড আই কেট স্নেক উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে একটি রেড আই কেট স্নেক সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার ১১ মে রাত ৮টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারের একটি কলার আড়ৎ থেকে রেড আই কেট স্নেক নামের একটি সাপ উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, রাতে নতুন বাজারের একটি কলার আড়তে কলার ছড়ির ভিতর সাপ দেখতে পেয়ে আড়তের লোকজন আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে তিনি দ্রুত গিয়ে কলার ছড়ির ভিতর থেকে রেড আই কেট স্নেক নামের একটি সাপ উদ্ধার করেন।
উদ্ধার করা সাপটিকে রাতেই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামকে নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রেড আই কেট স্নেক প্রায় ৩ ফুট লম্বা ছিল বলে জানান স্বপন দেব সজল।
তিনি আরও জানান, সাপটির নাম রেড আই কেট। এটি পাহাড় ও গভীর জঙ্গলে বসবাস করে। এ জাতীয় সাপ কলার ছড়ির ভিতর বেশি থাকে। পাহাড়ী এলাকা থেকে কলার ছড়ির সাথে সাপটি বাজারে চলে আসে। এর আগেও কলার আড়ৎ থেকে এ জাতীয় সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন