কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

March 14, 2025,

কুলাউড়া প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করার লক্ষে কাতার প্রবাসী কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী  হারুনুর রশীদ আইয়ুব কে আহবায়ক ও মো: আজমল হোসাইনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে ১০ মার্চ সোমবার কাতার আমানুল্লাহ রেষ্টুরেন্টে  কুলাউড়া ওয়েলফেয়ার  এসোসিয়েশনের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আহবায়ক  কমিটির সভায় প্রধান আহবায়ক হারুনুর রশীদ আইয়ুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমল হোসেন ও রোকনুজ্জামান তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। এসময় উপস্থিত এসোসিয়েশনের সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক আব্দুল জলিল সেফুলকে সভাপতি, সায়েদ আহমদ সাদকে সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে কুলাউড়ার  কাতারস্থ সকলকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দরা। এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুল বাশার , এস আই ফয়সাল,  হাফিজ মাওলানা বজলুর রহমান, জুবায়ের খান, জয়নাল আবেদীন, আব্দুল হামিদ ,লেবু মিয়া , হাজী আব্দুল খালিক আজাদ, সৈয়দ হারুনুর রশিদ হারুন, রুবেল আহমদ রুবেজ, আমিনুল ইসলাম স্বপন, আব্দুল জলিল খোকন ,

বাচ্চু মিয়া, সুয়েজ আহমদ, আশরাফ উদ্দিন খান, বেলাল আহমদ, আব্দুস সালাম, সায়েদ আহমদ সাঈদসহ বিভিন্ন  রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কাতার । প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে কুলাউড়ার আর্ত-মানবতার সেবায় কল্যাণকর কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com