কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র মৌলভীবাজারের বাবলিন মল্লিক
May 27, 2023,

স্টাফ রিপোর্টার ॥ কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মৌলভীবাজারের মেয়ে বাবলিন মল্লিক। বৃহস্পতিবার ২৫শে মে যুক্তরাজ্যের কার্ডিফ সিটির জন্য এক ঐতিহাসিক দিন।
ড. বাবলিন মল্লিক বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য ওয়েলস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফিরুজের মেয়ে।
এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে মুসলিম নারী লর্ড মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুক্তরাজ্যে ওয়েলস আওয়ামীলীগের (কার্ডিফ) এর সাধারণ সম্পাদক এম.এ মালিক। বাঙালীদের জন্য আরেকটি অর্জন যোগ করলেন ড. বাবলিন মল্লিক।
মন্তব্য করুন