কিচির মিচির

December 12, 2020,

শামীমা রিতু॥

নীল আকাশে ডানা মেলে

উড়ে বকের ছানা

বিলের মাঝে যখন নামে

ধরতে তদের মানা।

ফিঙেটা মনের সুখে

বসে আছে ডালে

চারিদিকে কিচির মিচির

করছে টুনির পালে ।

বাবুই পাখি বুনছে বাসা

তালগাছের পাতায়

ঘাসফড়িং তিড়িং বিড়িং

নাচে তা ধিন ধায়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com