কুলাউড়ায় বেপরোয়া সিএনজি কেড়ে নিলো নারীর প্রাণ
April 3, 2024,
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার ৩ এপ্রিল দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঝিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা বেগম ওই গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিলো।
পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন।
মন্তব্য করুন