কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
May 26, 2024,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার ২৬ মে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের একটি টিমের সহায়তায় উপজেলার দক্ষিণবাজার, বাদে মনছুরসহ বিভিন্ন এলাকার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা জুড়ে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন