কুলাউড়ায় মনু নদী থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
September 12, 2023,
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় মনু নদী থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে কটাকোনা এলাকার মনুনদী ব্রিজ এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ লোকটি বাজারের আশেপাশে ঘুরছিল দুপুরে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: মোস্তাফিজুর রহমান রুমেন বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন