কুলাউড়ার দুই নারীর চিকিৎসার খোঁজে ঢাকার হাসপাতালে এডভোকেট আবেদ রাজা
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার শ্রীপুর এলাকার বিশিষ্ট মুরব্বি টিকরপাড়ার মরহুম বাবুল খান সাহেবের পুএ মরহুম আমিন খান সাহেবের সহধর্মিনী, ফখরুল খান, ফ্রান্স প্রবাসী কামরুল খান, মঈনুল খান, আতিকুল খান রফিকুল খান, জহিরুল খান পবন, গ্রীস প্রবাসী রফিকুল খান ও দেশে অবস্থানরত শফিকুল খান গণের মমতাময়ী মাতা ঢাকার ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে এবং দাউদপুরের বিশিষ্ট মুরব্বি মোঃ মজিদ মিয়ার সহধর্মিনী ও হাবিবুল ইসলাম রেসল, ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম রুবেল – জায়েদুল ইসলাম জুনেদ ও নুরুল ইসলাম জুবেল গণের মমতাময়ী মাতা ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উভয়ের চিকিৎসার খোঁজ নেয়ার জন্য মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, আইনজীবী নেতা এড আবেদ রাজা ও তাঁর স্ত্রী জাহেদা আবেদ হাসপাতালে যান। চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা রোগীদ্বয়ের আরোগ্যের জন্য এলাকাবাসীর নিকট দোয়া কামনা করেন।
মন্তব্য করুন