কুলাউড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

February 4, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মরহুম মহসিনের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠননের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু নায়েম মিছবাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আলতা মিয়া, সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া মহিলা কলেজের প্রভাষক জনাব মোঃ এবাদুর রহমান শামীম, সদস্য বিশিষ্ট সমাজকর্মী শেখ আবুল কালাম ও ফুল মিয়া প্রমুখ।
সভায় মরহুম মহসিনের পরিবারের জন্য ঘর নির্মাণে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া উদ্যোগ গ্রহনে করলে দেশ ও প্রবাস থেকে সবাই সহযোগিতায় এগিয়ে আসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। এবং এতিম অসহায় ও গরিব দুঃখি মানুষের পাশে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া যেভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশ বিদেশের সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু নায়েম মিছবাহ স্বপরিবারে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ায় তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com